সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ মে || ফের একবার তেলিয়ামুড়া বন্য হাতির আক্রমণে নিহত এক পঞ্চাশোর্ধ দিনমজুরের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । মর্মান্তিক ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন চাকমা ঘাটের ভূমিহীন কলোনিতে।
জানা যায়, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ ভূমিহীন কলোনিতে বন্য হাতির আগমন ঘটে। বন্য হাতিকে তাড়ানোর জন্য এলাকাবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন এলাকাবাসীরা দেখতে পায় দুটি বন্য হাতি এলাকায় প্রবেশ করছে। বন্য হাতিকে এলাকা ছাড়া করার জন্য চিৎকার চেঁচামেচি করলেও হাতি দুটি আক্রমণ করতে এগিয়ে আসে। অন্যান্য এলাকাবাসী পালিয়ে যেতে সক্ষম হলেও পঞ্চাশোর্ধ বিহারী কর্মকার পালাতে সক্ষম হয়নি। তখন হাতিটি ওই ব্যক্তিকে প্রচন্ডভাবে আঘাত করে এবং মেরে ফেলে। ঘটনা প্রত্যক্ষ করে হাতিটিকে তাড়িয়ে দেয় এলাকার লোকজন। পরে মৃতদেহটিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরিতাপের বিষয় হল ঘটনার দু’ঘণ্টা পেরিয়ে গেলেও বন্য হাতির আক্রমণে মৃত্যুর ঘটনার খবর বন দপ্তরের কানে পৌঁছয়নি। অভিযোগ প্রতিদিনই হাতির আক্রমণ এলাকার বাড়ি ঘর ধ্বংস, ফসল নষ্ট ইত্যাদি লেগেই থাকে।