অটল টিঙ্কারিং ল্যাবরেটরির ছাত্রছাত্রীদের মধ্যে ভারচুয়াল ওয়েবকাস্টে আলোচনা প্রধানমন্ত্রীর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ মে || বিশ্ব প্রুযুক্তি দিবসে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে আগ্রহ বাড়াতে বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে অটল টিঙ্কারিং ল্যাবরেটরির ছাত্রছাত্রীদের মধ্যে ভারচুয়াল ওয়েবকাস্টে আলোচনা করেন।
ত্রিপুরা রাজ্যের ৩৪টি বিদ্যালয়ে এই অটল টিঙ্কারিং ল্যাব রয়েছে। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এই বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাবরেটরির ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা শুনছে।
বিদ্যালয়ে অধ্যক্ষ মনোজ দেববর্মা জানান, গত ২০২১ সালের ১লা আগস্ট এই বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাবরেটরি চালু হয়। বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক উত্তম দে অটল টিঙ্কারিং ল্যাবরেটরির ইনচার্জ এর দায়িত্ব পালন করেছে। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা ড্রোন ট্যালিক্সোপ রোবটিক্স ইঞ্জিনিয়ারং এর কাজ করতে পারছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, এই ল্যাব চালু হওয়ার পর ছাত্রছাত্রীরা এই ল্যাবের মাধ্যমে এখন
অ্যালকোহল চিহ্নিত করা, স্মার্ট ব্লাইন্ড স্টিক, স্মার্ট ডাস্টবিন, দুর্ঘটনা প্রতিরোধ প্রকল্প, এলইডি আলোর ৭টি প্রভাব, স্বয়ংক্রিয় গাড়ি পার্কিং ব্যবস্থা সহ বহু প্রজেক্ট বানিয়েছে। ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকাশে এই অটল টিঙ্কারিং ল্যাবরেটরি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও অভিমত ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*