এবার অবসর নিয়ে মুখ খুললেন ধোনি

mdস্পোর্টস ডেস্ক ।। লজ্জাজনক হারার পর সবাই মনে করেছিল এই বুঝি অবসরের ঘোষণা দেবেন মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি এই বিষয়ে কথা বলেছেন সংবাদ সংগ্রহকারীদের সাথে। এখনই অবসর নিচ্ছেন না ক্যাপ্টেন কুল। জানিয়েছেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরই সিদ্ধান্ত নেবেন অবসরের বিষয়ে।

অবসর নেওয়ার বিষয়ে এখনো আমি নিশ্চিত নই। আমার বয়স মাত্র ৩৩। এখনো আমি দৌঁড়াচ্ছি। এখনো ফিট আছি। অবসরের বিষয়ে ভাবার জন্য আমার হাতে এক বছর সময় রয়েছে। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নেব- আমি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলব কি খেলব না।

ধোনি টেস্ট ক্রিকেট থেকে গেল ডিসেম্বরে অবসর নিয়েছেন। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টি ও ওয়ানডের অধিনায়কের দায়িত্বে আছেন ধোনি।

এই ড্যাশিং অধিনায়কের বিষয়ে এর আগে ক্লার্ক বলেছিলেন, ‘আমি আপনাদের কারো কাছ থেকে এমন প্রশ্ন শুনেছি যে এটাই ধোনির শেষ বিশ্বকাপ কিনা। তবে আমি নিশ্চিত যে ধোনি এখনই অবসর নেবে না। কারণ, তার শরীরে এখনো ভারতকে অনেক কিছু দেওয়ার আছে। দেওয়ার আছে ক্রিকেটকে।’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*