আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || সাইবার অপরাধ কমাতে উদ্যোগ নিয়েছে রাজ্যের সবগুলো থানা। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বোধজংনগর থানার উদ্যোগে সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়। এদিনে সভাটি হয় খয়েরপুরস্থিত গীতবিতান হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, এসডিপিও পারমিতা পান্ডে সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।