আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || “রক্তদান জীবন দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ” – এই স্লোগানকে সামনে রেখে বিদেহী চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শনিবার এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে প্রমুখ।