আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || রাজধানী আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে জনপ্রিয় ‘দ্যা কেরালা স্টোরি’ সিনেমাটি দেখতে গেলেন রাজ্যের মন্ত্রীসভার সকল সদস্যরা। শনিবার সন্ধ্যায় এই সিনেমাটি দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধূরী, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া সহ রাজ্য মন্ত্রিপরিষদের অন্যান্য মন্ত্রী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন সিনেমাটি দেখে মুখ্যমন্ত্রী বলেন, এই সিনেমাতে একেবারে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। দ্যা কেরালা স্টোরি সিনেমাটি কোনো ধর্মবিরোধী নয়। বিশেষ কোনো ধর্ম কিংবা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কোনো বিষয় নেই এই সিনেমাতে। কী করে একটি সাধারণ পরিবারের নিষ্পাপ মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে জঙ্গিরা, কী করে ‘ব্রেনওয়াশ’ করা হচ্ছে তাই নিপুণভাবে তুলে ধরা হয়েছে জনপ্রিয় এই সিনেমাটিতে।
মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, ‘দ্যা কেরালা স্টোরি’তে নতুন ধরণের সন্ত্রাসের পর্দা ফাঁস করা হয়েছে। এতদিন সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝতাম গোলাবুরুদ ও অত্যাধুনিক অস্ত্রের ঝলকানি। কিন্তু এই সিনেমাটিতে যে ধরণের সন্ত্রাসবাদের উল্লেখ করা হয়েছে, তা আরও বিপজ্জনক! বর্তমান প্রজন্মের সহজ সরল যুবক-যুবতীরা কিভাবে ভুল পথে চালিত হয়ে সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়ছে, তা এই সিনেমাটিতে সফলভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ধর্মীয় মৌলবাদের দ্বারা পরিচালিত হয়ে যে সমস্ত যুবক-যুবতীরা ভুল পথে এতদিন চালিত হয়েছে, তাদের চোখ খুলে দেবে এই সিনেমা। তিনি বলেন, কেন এই ‘দ্যা কেরালা স্টোরি’ সিনেমাটিকে নিয়ে এত রাজনীতি করা হচ্ছে তা আমি বুঝে উঠতে পারছি না? আমার মতে, বাড়ির সবাই মিলেই সপরিবারে এই সিনেমাটি সকলের দেখা উচিত বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধূরী।
