বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মে || শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরতর আহত হয় ২ জন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল ৯টা ৫ মিনিট নাগাদ শান্তিরবাজার ফায়ার সার্ভিসে খবর আসে শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি যান দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গিয়ে দূর্ঘটনাগ্রস্থ আহত দুই জনকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
পরবর্তী সময় জানা যায়, বাইক ও অটোর সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, সাব্রুম হরিনার বাসিন্দা বিনয় ত্রিপুরা (৪০) ও উনার সহধর্মীনি রাজলক্ষী ত্রিপুরা (৩৮) হরিনা থেকে টি আর ০৩ এইচ ৬৭৬৮ নম্বরের বাইকে করে বিশ্রামগঞ্জের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। উনারা শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে টি আর ০৮ ৩৭৭১ নম্বরের অটোর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে দুইজন বাইক থেকে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। আহতদের সময় মতো চিকিৎসা পরিষেবা প্রদানে সহায়তা করেন দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।