আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || আসাম এসোসিয়েশন অফ ত্রিপুরা গঠিত হয়েছিল ২০০১ সালে। চাকুরী সূত্রে অথবা ব্যবসায়িক সূত্রে রাজ্যে বসবাসকারী আসামিয়া নাগরিকদের নিয়ে গঠিত হয়েছিল এই সংগঠন। তারপর থেকে করোনার জন্য দু’বছর বাদ দিয়ে এবছর ২০ বছরে পা দিল রঙ্গলি বিহু উদযাপন উৎসব। রবিবার এই সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে রঙ্গলি বিহু উৎসব। এদিন সকালে টাউন হল প্রাঙ্গণ পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানের। এসময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও আসাম এসোসিয়েশন অফ ত্রিপুরার সদস্যরা।
এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন, আসাম এবং ত্রিপুরা পাশাপাশি দুইটি রাজ্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা৷
এদিন সকালে অনুষ্ঠানের পর সন্ধ্যায় দ্বিতীয় পর্বে শুরু হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। সেখানে অনুষ্ঠিত হয় বিহুর বিভিন্ন সংগীত নিত্য।
