দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ আগষ্ট ।। পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র কে নিয়ে গোটা রাজ্যের সার্বিক অগ্রগতির যে ক্যানভাস তৈরী হয়েছিল তা জন্ম লগ্ন থেকেই হোঁচট খেতে খেতে দিন পার করছে। পালাটানার বিদ্যুতে রাজ্যের মানুষের ভাগ্য ফিরুক-এ নিয়ে সব রাজনীতিই হয়তো একই ধারায় প্রবাহিত হবে – কিন্তু হচ্ছেনা বলেই পালাটানা নিয়ে আকছার টানাটানি হচ্ছে। এবার পালাটানায় শাটডাউনের সংবাদে রাজ্যের মানুষের মনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘরে ঘরে চার্জ লাইট, মোম সংগ্রহে নেমে পড়েছেন অনেকেই। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অভয় দিয়েছেন – বিদ্যুতের যন্ত্রনা লাঘবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ মুহূর্তে সর্বত্র আলোচনা একটাই পালাটানার শাটডাউন।