আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ত্রিপুরায় ৬০০০ মেট্রিক টন ডাল আসবে। ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা থেকে ওই ডাল ক্রয় করা হবে। সোমবার দুপুরে সচিবালয়ে একথা বলেন রাজ্যের খাদ্য, জন সংভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সচিবালয়ের হল ঘরে উত্তর জেলা ও ঊনকোটি জেলার জেলা শাসক এবং মহকুমা শাসকদের সাথে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় খাদ্য দপ্তরের গুদামে মজুদ চাল ও ডাল এর সর্বশেষ পরিমাণ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে ভিডিও কনফারেন্সে মিলিত হন তিনি।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমানে চালের কোনও ধরণের ঘাটতি নেই রাজ্যে। যেহেতু রাজ্যের খাদ্য দপ্তর কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা থেকে ডাল ক্রয় করে তাই আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ৬০০০ মেট্রিক টন ডাল রাজ্যের গুদামে চলে আসবে।
এদিনের এই ভিডিও কনফারেন্সে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা স্মিথা মল, উত্তর জেলার জেলা শাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ।