আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || সাহিত্য ও সংস্কৃতি ব্যাতিত কোন জাতির নিপুণ উন্নয়ন অসম্ভব। সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রনাথ একে অপরের পরিপুরক। ভারতীয় বিশেষত বাঙালীর হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত চিত্ত শুদ্ধির ও বিকশিত মননের অন্যতম কারিগর। তাই অন্যান্য বছরের মতো এবারও ভারত বিকাশ পরিষদ রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে মুক্তধারা অডিটরিয়ামে। সোমবার এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক প্রণব সরকার, ভূপেন চন্দ্র দত্ত ভৌমিক ট্রাষ্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ড. দেবব্রত দেব রায়, বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয় শঙ্কর ভট্টাচার্য।