আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || রাজধানীর আগরতলা টাউন হল সংলগ্ন উমা মহেশ্বরী মন্দিরের উল্টোদিকে লক্ষ্মী নারায়ণ বাড়ি দিঘির পাড়ে যে পার্কটি রয়েছে তা নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিন সন্ধ্যার পর এই পার্কে নেশা সামগ্রী ক্রয় বিক্রয় থেকে শুরু করে নেশা সামগ্রী সেবন করে একদল যুব সমাজ। পাশাপাশি যুবক যুবতীদের উশৃংখল বিচরণ দৃশ্য দূষণের সৃষ্টি করছে বলেও অভিযোগ। এলাকাবাসীর এই অভিযোগ মূলে সোমবার পার্কটির সৌন্দর্যায়ন বৃদ্ধি করে কিভাবে মানুষের চলাচলযোগ্য করা যায় সে ব্যাপারে পার্কটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।