বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ মে || কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় বাইক ও বোলেরু গাড়ীর সংঘর্ষে আহত এক। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় টি আর ০৮ ই ৪৯৭৮ নম্বরের বাইক ও টি আর ০১ বি আই (টি সি) ০২৮৫ নম্বরের বোলেরু গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে শান্তিরবাজার জেলা হাসাপাতলে রেফার করে। আহত ব্যক্তি বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালের ট্রোমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনা সম্পর্কে শান্তিরবাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জোলাইবাড়ী থেকে আহত ব্যক্তিকে এম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তির সাথে কেউ নেই বলে জানান চিকিৎসক। তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায় আহত ব্যক্তির নাম মনসজাই মগ। আহত ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।