আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || রাজ্যের গণবন্টন ব্যবস্থায় যুক্ত হলো নতুন পালক। এখন থেকে ভর্তুকিমূল্যে রেশন শপের মাধ্যমে প্যাকেটজাত গুঁড়ো মশলা তথা মরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া সরবরাহ করবে রাজ্য সরকার। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি হারে মশলা বিতরণের সূচনা করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত রেশন ডিলারদেরও সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় ১৩৭টি খাদ্য গুদাম রয়েছে। ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে চাল, চিনি এবং কেরোসিন সরবরাহের প্রথা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার রেশন দোকানের মাধ্যমে আরও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার জন্য চিন্তাভাবনা শুরু করেছিল। সেই অনুযায়ী এখন থেকে ন্যায্য মূলের দোকানে মশলা বিতরণ করা হবে। তিনি বলেন, আগামী দিনে সরকার শীঘ্রই বছরে চারবার এক লিটার সরিষার তেল বিতরণের পরিকল্পনা গ্রহণ করবে।