আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || এককালীন ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কে এস সেঠি, এম বি বি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ সুমন্ত চক্রবর্তী, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের টিচার ইন-চার্জ বর্ণালি মজুমদার, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দূষণ মানব জীবনকে সংকটময় করে তুলছে। কিন্তু এই কথা জানার পরও আমরা দূষণ নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ সমূহ এড়িয়ে যাচ্ছি। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।