উৎসবকে কেন্দ্র করে মহাশ্মশানে হরিনাম সংর্কীতন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || শান্তিরবাজার পৌরসভাতে অবস্থিত মহাশ্মশান পূজো কমিটির উদ্দ্যগে অন্যান্য বছরের ন্যায় এইবছরও বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। এইবছর মহাশ্মশানের উৎসব তৃতীয় বছরে পদর্পন করেছে। উৎসবকে কেন্দ্র করে মহাশ্মশানে হরিনাম সংর্কীতনের আয়োজন করা হয়। মঙ্গলবার রাত্রিবেলায় গঙ্গা আনায়নের মধ্য দিয়ে উৎসবের শুভসূচনা করা হয়। শুক্রবার সকালবেলা নগর কীর্তনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। বার্ষিক উৎসবকে কেন্দ্র করে পূজো কমিটির উদ্দ্যোগে উৎসবে আগত ভক্তবৃন্দদের জন্য অন্নের ব্যবস্থা করা হয়।
জানা যায়, এদিন প্রায় ৫ হাজার লোকজনের জন্য অন্নের ব্যবস্থা করা হয়েছে। এই বার্ষিক উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজা হরিশচন্দ্রের কাহিনীর উপর এক যাত্রাপালা অনুষ্ঠিত হবে। মহাশ্মশান পূজো কমিটির উদ্দ্যোগে আয়োজিত এদিন অন্নভোগ নেওয়ার জন্য ও হরিনাম সংকীর্তন শোনার জন্য ব্যাপক হারে লোক সমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*