আগরতলা, ২৬ মার্চ ।। বৃহস্পতিবার, উত্তর গেটের গন অবস্থান মঞ্চ থেকে সি আই টি ইউ-র ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের নেতারা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। গন অবস্থানের মঞ্চে ভাষনে নেতৃবৃন্দ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের শ্রমিককে অবিলম্বে নিয়মিত করার জোড় দাবী তুলেছেন। ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের প্রচারিত বিজ্ঞপ্তিতে অবিলম্বে ৩ দফা দাবী পূরনে সরকারী পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়েছে। দাবী গুলোর মধ্যে রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের শ্রমিককে অবিলম্বে নিয়মিত করা, ফার্ম গুলিতে অবিলম্বে প্রয়োজন ভিত্তি নুতন শ্রমিক নিয়োগ করা সহ ফার্ম গুলি উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচী গ্রহন করা।