আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬’তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ এদিন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬’তম মৃত্যু বার্ষিকীতে বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার রাজধানীর বটতলাস্থিত রাজপরিবারের শশ্মানে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের স্মৃতি শৌধে পুস্পার্ঘ অর্পণে শ্রদ্ধা জানানো হয়। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরা এবং আধুনিক আগরতলা শহর গঠনের অন্যতম রূপকার৷ তিনি বলেন, মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের কীর্তি শালা এবং তার স্মৃতিসৌধ ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে দেওয়ার জন্য এটিকে নতুন করে দৃষ্টিনন্দন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ আগামী ৬ মাসের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও আশা ব্যক্ত করেন মেয়র৷