বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মে || শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে রুটিন তল্লাশিতে বের হয়ে দুটি গাড়ী সহ বেশকিছু গরু ও বাছুরকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার থেকে দুটি মালবাহী গাড়ীর মধ্যে বেশকিছু গরু দেখতে পেয়ে সন্দেহজনক দুইটি গাড়ীকে চেকিং করা হয়। দুটি গাড়ীর চালকের সঙ্গে কথা বললে চালক গরুগুলির কোনোপ্রকারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। যার ফলে দুটি গাড়ী সহ গরু গুলিকে আটক করে থানায় নিয়ে আসলো শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ এই ব্যাপারে হাতে একটি মামলা নিয়েছে। এই মামলায় দুটি গাড়ী ও গরুর পাশাপাশি দুইজন যান চালকে আটক করা হয়। এই অভিযান সম্পর্কে জানাতে গিয়ে এস আই সুজিত সরকার জানান, টি আর ০৮ এ ১৬৪০ নম্বরের গাড়ীর মধ্যে বাছুর সহ মোট ১৩টি গরু এবং টি আর ০৮ এ ১৬১২ নম্বরের গাড়ীর মধ্যে ৬টি গরু আটক করা হয়। তার পাশাপাশি যান চালক অভিজিৎ দত্ত ও রঞ্জিত পালকে আটক করা হয়। দুইজন লাউগাং এলাকার বাসিন্দা বলে জানা যায়। দুইজন যান চালকের বিরুদ্ধে মামলা নেওয়া হয়।
মন্ত্রী শুধাংশু দাসকে প্রতিনিয়ত এইধরনের অভিযানে দেখা যায়। এখন এইধরনের অভিযানে নামলো শান্তিরবাজার থানার পুলিশ। এস আই সুজিত সরকার জানান, উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।