আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এক গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয় ১ঘন্টার জন্য। দেশে এবং রাজ্যে নারীর সংক্রান্ত অপরাধ সংগঠিত হওয়ার পরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। এই অভিযোগ এনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দোষীদের কঠোর শাস্তির দাবিতে গণস্বাক্ষর পাঠাতে সরব হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সভাপতি ঝর্ণা দাস বৈদ্য।
এদিন ঝর্ণা দাস বৈদ্য বলেন, যারা পার্লামেন্টে আইন তৈরি করেন তাদের মধ্যে ব্রিজ ভূষণ শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং মহিলা কুস্তিগারদের ধর্ষণের সাথে যুক্ত। পাশাপাশি রাজধানীর আমতলী বাইপাসে কলেজ ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনা এবং অমরপুরে দুই জনজাতি কিশোরীর উপর ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবি জানান চিঠিতে।