আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || রাজধানীর লিচুবাগানস্থিত গভমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট এর উদ্যোগে ৪৭’তম স্টুডেন্টস অ্যানুয়াল এক্সিবিশনের সূচনা হয়। বৃহস্পতিবার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। পাঁচ দিনের এই এক্সিবিশনে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা যায়। কলেজের ছাত্রছাত্রীরা ও স্টাফরা বিভিন্ন ধরনের কারুকার্য এই এক্সিবিশনে তৈরি করেছে।