গোপাল সিং, খোয়াই, ১৮ মে || খোয়াই ট্রাফিক দপ্তরের উদ্যোগে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল এখনও খোয়াইবাসীর কোনো কাজে না আসলেও, বর্তমানে খোয়াইবাসীর মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। যেকোন সময় ঠাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পোষ্টগুলো পথচলতি জণসাধারনের মাথার উপর ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন খোয়াইবাসী। একদিকে বর্ষাকাল। ঝড়, তুফান বইছে। যেকোন সময় এগুলি ভেঙে পড়তে পারে পথ চলতি মানুষের উপর। যদিও বহু বছর অতিক্রান্ত হলেও ট্রাফিক সিগন্যাল চালু করা হয়নি খোয়াই শহরে। কিন্তু এগুলো সরানোরও কোন উদ্যোগ গ্রহণ করছে না ট্রাফিক দপ্তর। ফলে ছোট-বড় যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। কখন যেন এই ট্রাফিক সিগন্যাল মাথার উপর ভেঙে পড়ে। খোয়াই শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত সুভাষপার্ক বাজার এলাকা এবং খোয়াই জেলা হাসপাতাল চত্বরে এক সময় খোয়াইবাসীর সুবিধার্থে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল মেশিন বসানো হয়েছিল। কিন্তু পরীক্ষামুলকভাবে দু-একদিন চালু করা হলেও আজ প্রায় দীর্ঘ ৫ বছর যাবত এই ট্রাফিক সিগন্যালগুলো সাক্ষীগোপাল হিসাবে দাঁড়িয়ে রয়েছে। সরকারী কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যায় হলেও প্রকৃত অর্থে খোয়াইবাসীর কোন কাজেই আসেনি এই ট্রাফিক সিগন্যালগুলো। বরং জনসাধারনের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।