দেবজিত চক্রবর্তী,আগরতলা, ২৬ মার্চ ।। একটা সময় ছিল যখন বলা হতো আলালের ঘরের সন্তান সন্ততিরা নেশা করে আয়াস করে থাকে। এই মুহূর্তেই এই রাজ্যের সর্বত্র যে হারে নেশার সাম্রাজ্যের বিস্তৃতি হচ্ছে তাতে তরুন প্রজন্ম, কিশোর কিশোরী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে দিন আনি দিন খাই মানুষের ঘরেও নেশা নামক বিভীষিকার সদর্প উপস্থিতি, তীর, জুয়া রমরমিয়ে বানিজ্য প্রসারিত করছে। মদ, কোরেক্স, ফেন্সিডিল, নেশার ট্যাবলেট রমরমা বিক্রিতে তিতিবিরিক্ত অভিভাবক সহ এলাকার যুবসমাজ। গোটা রাজ্যকে চূড়ান্ত অবশয়ের দিকে ঠেলে দিতে এক শ্রেনীর লুটেরাচক্র কামাই পরতে গিয়ে চরম সর্বনাশ করে দিচ্ছে সামাজিক সভ্যতার।
বৃহস্পতিবার, পুলিশের আধিকারিক সহ TSR-র ১১নং ব্যাটালিয়ান বটতলা পান বাজার সংলগ্ন একটি দোকান থেকে প্রচুর ফেন্সিডিল আটক করে। জানাগেছে ফেন্সিডিল গুলির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জানা যায়, বাবুল দেবনাথ ও হাবুল দেবনাথ নামে দুই ভাই এই দোকানের মালিক। পুলিশ কাউকেই আটক করতে পারেনি।