ত্রিপুরা রাজ্যের জাদুঘর আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, স্মৃতি ও ইতিহাসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে রেখেছেঃ পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধূরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || “জাদুঘর, স্থায়িত্ব ও সমৃদ্ধি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যেও পালিত হয়েছে ‘আন্তর্জাতিক জাদুঘর (মিউজিয়াম) দিবস। এই দিবসটি উদযাপনের অঙ্গ হিসেবে এদিন সন্ধ্যায় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ ও স্টেট মিউজিয়াম পরিসরে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনাচক্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের ম্যানেজার অজয় কৃষ্ণা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, বিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তিত বিশ্বপরিস্থিতি, সামাজিক ও সাংস্কৃতিক চাহিদার প্রভাবে পূর্ববর্তী যুগের সংগ্রহশালা প্রতিষ্ঠার ধারণার প্রতিফলনই হচ্ছে আজকের জাদুঘর। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদেও এই রাজ্যের সাথে সম্পর্কিত অনেক ইতিহাস-ঐতিহ্যের স্মারক যত্ন সহকারে রক্ষিত আছে। এখানে রয়েছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র, মানবতার সাথে সম্পৃক্ত বস্তগত ও অবস্তুগত নানা উপাদান, আরো আছে লিপিবদ্ধ ইতিহাস। তিনি বলেন, ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে এবং দেশের বিভিন্ন সংগ্রহশালা তরুণদের আকর্ষণের উৎস হয়ে উঠেছে, যা তাদের দেশের অমূল্য ঐতিহ্যের সঙ্গে যুক্ত করছে। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিকে দেশী-বিদেশী দর্শকের কাছে তুলে ধরতে জাদুঘর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের একুশ শতকের আধুনিক জাদুঘর হচ্ছে স্মৃতি, নান্দনিক, উত্তরাধিকারের দলিল, বুদ্ধিদীপ্ত নব্য চেতনার বাহক, সংস্কৃতি ও সমাজের জ্ঞান ভাণ্ডার। ত্রিপুরা রাজ্যের জাদুঘর আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, স্মৃতি ও ইতিহাসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে রেখেছে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*