আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || আগরতলা পুর নিগমের উদ্যোগে শুক্রবার মোবাইল ভ্যান টয়লেট গাড়ির উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নেড়ে এই মোবাইল ভ্যান টয়লেট গাড়ির সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরা।