সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ মে || কল্যাণপুর থানা এলাকায় আবারো উদ্ধার হলো ৬০ উর্ধ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। জানা যায়, কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী দাউছড়া বাজার লাগোয়া বাসিন্দা পরিমল দেবনাথ (৬৪) দীর্ঘদিন ধরেই শারীরিক সুস্থতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক মাস আগে বহিঃরাজ্য থেকে ক্যান্সার আক্রান্ত হওয়ায় কারনে চিকিৎসাও করে আসেন। পরিমল দেবনাথের পরিবারে মোট তিন ছেলে রয়েছে। সব থেকে ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে এখন বাড়িতে নেই। বড় ছেলে গাড়ি চালক এবং মেজ ছেলেকে সহ-চালক। দুই ছেলেকে নিয়ে সুখের সংসারী ছিলেন তিনি। জানা যায়, পরিবারের মায়াকে ত্যাগ করে শনিবার ভোরে কোনো একটা সময়ে ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলে পড়েন পরিমল বাবু। তবে পরিবারের তরফে অনুমান করা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে পরিমল দেবনাথ। এলাকাবাসীর মানুষ এবং পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে কল্যাণপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর প্রেমজিৎ রায় গিয়ে মৃতদেহের নামিয়ে কল্যাণপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। ময়নাতদন্ত শেষ হবার পর পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। পরিমল দেবনাথের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।