সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ মে || ‘মেরি লাইফ মেরা স্বচ্চ শহর’ – এই স্লোগানকে সামনে রেখে ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী ১৫ দিনের একটা মিশন প্রোগ্রাম হাতে নিয়েছে। আগামী ৫ই জুন পর্যন্ত চলবে এই মিশন। শনিবার তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগেও এর সুচনা করা হয়। এদিন তেলিয়ামুড়া বাজারস্থিত তালতলা মুক্ত শেড ঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর সূচনা করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সভাপতি, পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার জানান যে, পুর এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাদের ব্যবহার করা বা ফেলে রাখা সামগ্রী যে গুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে গরিব মানুষ যারা অর্থের অভাবে কিনতে অক্ষম সে সকল সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া। শহরের অনেক সচ্চল পরিবার রয়েছেন যারা বিভিন্ন সামগ্রী ব্যবহার করে ঘরের কোনে ফেলে রেখেছেন অথচ সে জিনিস গুলো যদি একটা গরিব পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেটা তার কাজে লাগবে।