দক্ষিন ত্রিপুরায় দু’দিনের সফরকালে বেশকিছু জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে || দু’দিনের সফরে দক্ষিন ত্রিপুরায় আসলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে ও বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছেন। দক্ষিন ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু শুকর ফার্ম পরিদর্শন করলেন তিনি। তার পাশাপাশি বীরচন্দ্র মনু এলাকায় টি আর এম দ্বারা পরিচালিত একটি স্ব-সহায়ক দলের সদস্যাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। জানা যায়, এই স্ব-সহায়ক দলের ২০ জন সদস্যা মিলে শুকর পালন করছেন। আগামী কয়েক মাসের মধ্যে উনারা এই শুকর পালনের লাভের দিকগুলি দেখতে পারবেন।
এদিনের এই পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাস সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, তিনি রাজ্যে দুধ, ডিম, মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধীর জন্য কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি তিনি জানান, যেসকল যুবকরা অষ্টম শ্রেনী পাশ অথবা যাদের চাকুরি পাবার সময়সিমা চলে গেছে তাদেরকে মৎস দপ্তর ও প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে গড়ে তোলার প্রয়াসে কাজ করা হচ্ছে। সকলকে চাকুরি দেওয়া সম্ভব নয় তাই এই দপ্তর গুলির মাধ্যমে কিভাবে বেকারদের কর্মসংস্থান করা যায় তার প্রয়াস করছে মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, প্রত্যেক জেলাতে মাসে দুইদিন থাকবেন। যার মধ্যে একদিন সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হবেন। পরের দিন ফিল্ড ভিজিটের মাধ্যমে লোকজনের সঙ্গে কথাবার্তা বলবেন। লোকজনেদের মৎস্য চাষ ও পশু পালনের আগ্রহ বাড়াতে কাজ করে যাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস। বীরচন্দ্র মনু এলাকা পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী দেখতে পান বীরচন্দ্র একটি ভ্যাটেনারি অফিসে দুপুর ১২টার পরেও তালা দেওয়া রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিককে দিয়ে ভ্যাটেনারিতে কর্মরত কর্মীকে শোকজ করেন। বীরচন্দ্রমনু এলাকা পরিদর্শন শেষে শান্তিরবাজারে এস সি বরেজ হোষ্টেল ও শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*