সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ মে || তেলিয়ামুড়া ও তার আশপাশ এলাকা গুলিতে রোজই কোন না কোন জায়গাতে ছোট বড় ধরনের যান দুর্ঘটনা ঘটেই চলেছে। যান দুর্ঘটনা রোধে এবং ট্রাফিক ব্যবস্থার নিয়ম-কানুন মেনে চলার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে শনিবার তেলিয়ামুড়ায় যান শ্রমিক এবং আরক্ষা প্রশাসনের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সভাটি হয় তেলিয়ামুড়া মজদুর সংঘের অফিসে।সভায় বাস, ট্রাক, মারুতি, অটো মজদুর সংঘের সদস্যরা এবং তেলিয়ামুড়া মহাকুমা পুলিশ অফিসার প্রসুনকান্তি ত্রিপুরা সহ ট্রাফিক পুলিশের অফিসাররাও উপস্থিত ছিলেন।
