আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || আগরতলা পুর নিগমের ১৯নং ওয়ার্ডের পক্ষ থেকে নাইন বুলেট ক্লাবে শনিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন এই স্বাস্থ্য শিবির প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় বার করা হয় বলে জানা যায়। এই মরসুমে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, তাই এই প্রয়াস বলে জানালেন ১৯নং পুর ওয়ার্ডের কাউন্সিলর শাস্বতী দেববর্মা।