আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩’তম তিরোধান দিবসকে সামনে রেখে লোকনাথ আশ্রম কর্তৃপক্ষ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, লোকনাথ আশ্রমের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা।