বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ মে || বাইখোড়া এস এস বি ক্যাম্পের কালি মন্দিরে চুরি সংগঠিত করলো চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বাইখোড়ায় এস এস বি ক্যাম্পে অবস্থিত কালী মন্দিরে সকালবেলায় পূজা দিতে এসে পুরহিত দেখতে পান মায়ের মন্দিরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তী সময় জানা যায়, মায়ের মন্দিরে ৬ থেকে ৭ ভরি ওজনের একটি স্বর্নের চেইন সহ অন্যান্য স্বর্ন অলঙ্কার ও প্রনামি বাক্স ভেঙ্গে নগদ অর্থ নিয়ে যায় চোরের দল। এই চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির রহস্য উন্মোচনে তদন্তে নেমেছেন। ধারনা করা হচ্ছে রবিবার রাত্রিবেলায় বৃষ্টি চলালাকালিন সময়ে এই চুরি সংঘঠিত করেছে চোরের দল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই এস এস বি ক্যাম্পে বর্তমানে সি আর পি এফ জোওয়ানরা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জোওয়ান থাকা সত্বেও কিভাবে এই চুরি সংগঠিত করা হয়েছে। ক্যাম্প থাকা সত্বেও এইভাবে চুরি সংগঠিত হোওয়ায় কেন্দ্রীয় বাহিনীর জোওয়ানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার লোকজনেরা।