সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ মে || তেলিয়ামুড়া পৌর এলাকার ১২নং ওয়ার্ডের এক বিশাল এলাকাকে বর্ষার জল প্লাবন থেকে রক্ষা করতে জরুরী ভিত্তিতে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে একটি নালা তৈরী করে দেওয়া হচ্ছে। যা এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবী ছিল। সেই উদ্যেশ্যে আগাম বর্ষার আগেই কাজ করা হচ্ছে যাতে পুর এলাকার কয়েকটি ওয়ার্ড এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন না হয়। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে পাকা ড্রেইন নির্মাণ করে তাদের দীর্ঘ ২৫ বছরের দুঃখ লাঘব করতে পারবেন বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার।
উল্লেখ্য, তেলিয়ামুড়া পুর পরিষদের কয়েকটি ওয়ার্ড নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষার সময় বৃষ্টির জল জমে এলাকাবাসীরা অসুবিধার সম্মুখীন হয়। এই সব এলাকার ড্রেন গুলোতে জল জমে থাকার ফলে বাড়ি ঘর এবং রাস্তায় জল ঢুকে যায়। এই সমস্যা দীর্ঘ বছর ধরেই চলে আসছিল। এ বছর যাতে পুরবাসী বিশেষ করে ১২নং ওয়ার্ড এলাকার একটা বড় অংশ যেখানে জল নিস্কাশনের তেমন ব্যবস্থা ছিলনা। ইতি মধ্যেই পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকরের তত্বাবধানে এই সমস্ত এলাকাকে বর্ষার সময়ে জল প্লাবন থেকে রক্ষা করার লক্ষে কাজ শুরু করে দিয়েছেন। তিনি জানান, কিছু কিছু সমস্যা এখনো রয়েছে সেগুলো নিরসন করে আগামী কয়েক মাসের মধ্যে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করার চেষ্টাও চলছে।