আন্তর্জাতিক ডেস্ক ।। বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক শহরে বিস্ফোরণের পর দুটি ভবন ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কাছে ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকায় স্থানীয় ৪.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়। আগুন পার্শ্ববর্তী চারটি ভবনে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর দুই শতাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় কেউ নিখোঁজ হননি বলে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন। ভবনগুলোর গ্যাসের লাইন থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র : বিবিসি