আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এক বছর পূর্তি উপলক্ষে ৮-বড়দোয়ালী মন্ডল কমিটির উদ্যোগে ২০নং ওয়ার্ডের ১৬নং বুথ কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় রাজধানীর কামান চৌমুহনী এলাকায় অন্নছত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পথ চলতি মানুষের মধ্যে অন্ন তুলে দেওয়া হয়। প্রায় ৫ হাজার মানুষকে এই অন্ন তুলে দেওয়া হয় বলে জানান ৮-বড়দোয়ালী মন্ডল নেতৃত্বরা।