আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || রামনগর হরিজন কলোনী থেকে একটি বাইক চুরি করে মোহাম্মদ জুনু মিয়া ও কালাম মিয়া নামে দুই চোর। তাদের বাড়ি বাংলাদেশ আখাউড়া। পরবর্তীতে মধুপুর হরিহর দোলা থেকে বাইক সহ দু’জনকে আটক করে পুলিশ। দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে চোরের গ্যাং এসে বর্ডার এলাকার যে জায়গায় ফেন্সিং হয়নি সেই সকল এলাকা দিয়ে বাইক বাংলাদেশে পাচার করছে। সঙ্গে রাজ্যের কুখ্যাত চোরের গ্যাংও জড়িত বলে জানায় পুলিশ। পুরো চোরের গাংটাকে জালে তোলার চেষ্টা চলছে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়।