গিনিস বুকে নিজের জায়গা করে নিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে রাজ্যের উদ্যমী যুবক সিদ্ধার্থ সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে প্রাণ’পনে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছে রাজ্যের এক উদ্যমী যুবক সিদ্ধার্থ সাহা। ইতিমধ্যেই কাগজের কারুকার্য করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নিজের স্থান করে নিয়েছে রাজধানী আগরতলার অ্যাডভাইজার চৌমূহনী এলাকার বাসিন্দা সিদ্ধার্থ সাহা। পেশায় তিনি একজন ব্যাঙ্ক কর্মী। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মরত। তৎসঙ্গে ‘কাগজঘর’ নামে একটি সংস্থা চালনোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন তিনি।
এবার গিনিস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে নিজের জায়গা করে নিতে কাজের ফাকে ফাকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, আগামী ২৭শে মে থেকে তিনদিন ব্যাপী রাজধানীর নজরুল কলাক্ষেত্রস্থিত ললীত কলা একাডেমীতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানেই কুইলিং পেপার দিয়ে প্রায় ২০ হাজারেরও বেশী হার্ট তৈরী করে গিনিস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিদ্ধার্থ সাহা। তিনদিন ব্যাপি এই প্রদর্শনীতে সকলকে উপস্থিত থেকে আশীর্বাদ করার জন্য আহবান জানিয়েছেন সিদ্ধার্থ সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*