আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্কোরারদের গ্রেডেশন নির্ণয়ের জন্য পরীক্ষা গ্রহন করা হচ্ছে। এই লক্ষ্যে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়। তিন দিনের প্রশিক্ষণ শেষে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কোরারদের গ্রেডেশন নির্ণয় করা হবে। পাশাপাশি এই পরীক্ষার সাথে প্রাকটিক্যাল পরীক্ষাও দিতে হবে বলে জানা যায়।