ত্রিপুরার পর্যটনে ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলী, দাদার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || ত্রিপুরার পর্যটন শিল্পীকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন এর বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং। আর এই চিন্তাভাবনাকে মান্যতা দিয়েই রাজ্য সরকার চাইছে রাজ্যের পর্যটনে ব্রান্ড অ্যাম্বাসেডর হোক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই পরিকল্পনা ও ভাবনা নিয়ে মঙ্গলবার কলকাতার বেহালাস্থিত সৌরভ গাঙ্গুলীর বাড়ীতে গিয়ে তাঁর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাঁকে সারা বিশ্ব চেনে। তিনি বলেন, ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে? তিনি বলেন, এই পরিকল্পনা ও ভাবনার অঙ্গ হিসেবে এদিন কলকাতায় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বেহালাস্থিত বাড়ীতে উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হই।
পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক দীর্ঘ আলোচনায় ত্রিপুরার পর্যটনের বিকাশের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে খুব শীঘ্রই সৌরভ গাঙ্গুলী এই বৈঠকের ইতিবাচক ফলাফল জানাবে বলে আশাবাদী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিনের এই বৈঠকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*