আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || দু’দিন বাদের জামাই ষষ্ঠী। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষ্যে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ বিক্রি করা হবে। মঙ্গলবার অতি সূলভ মূল্যে বিভিন্ন মাছ বিক্রির কাউন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মৎস মন্ত্রী সুধাংশু দাস।
এদিন মৎস মন্ত্রী সুধাংশু দাস বলেন, জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাজারে এদিন মাছের দাম বেশি থাকে। ফলে, সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে জামাই আদর করতে পারেন না। তাই সকল অংশের মানুষদের কথা চিন্তা করে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে একটি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষ কম দামে মাছ ক্রয় করতে পারবেন।
তিনি জানান, কাতলা মাছ ১০ থেকে ১৫ কেজি ৩৫০ টাকা দরে বিক্রি করা হবে। ইলিশ প্রতি কেজি ১২০০ টাকা দরে সাধারণ মানুষ কিনতে পারবেন।