দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় লোকজনেরা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মে || শান্তিরবাজার থেকে দু’জন চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালবেলা শান্তিরবাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দু’জন চোরকে আটক করে স্থানীয় লোকজনেরা। স্থানীয় লোকজনের অভিযোগ দুই চোরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দু’জন প্রতিনিয়ত ব্রাউন সুগারের নেশায় আশক্ত থাকে। দু’জন প্রতিনিয়ত নেশা সামগ্রী ক্রয় করার জন্য শান্তিরবাজারের বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত করে। বুধবার দু’জনকে হাতেনাতে ধরলো স্থানীয় লোকজনেরা। দুইজনকে জিজ্ঞাসাবাদ করে নেশাকারবারীর নাম জানতে পারে স্থানীয় লোকজনেরা। জানা যায়, বিগতদিনেও এইসকল নেশাকারবারীর নাম জানতে পেরেও শান্তিরবাজার থানার পুলিশ কোনো প্রকারের পদক্ষেপ গ্রহন করেননি। এই নেশাকারবারীর জন্য ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ। নেশাসামগ্রী ক্রয়ের জন্য চুরির পথ বেছে নিতে হচ্ছে যুবসমাজকে। এদিন দুই চোরকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এখন দেখার বিষয় রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে শান্তিরবাজার থানার পুলিশ কি প্রকারের পদক্ষেপ গ্রহন করে। নেশাকারবারীদের আটক করতে কোনো প্রকারের পদক্ষেপ গ্রহন করে কিনা সেইদিকে নজর শান্তিরবাজারের লোকজনদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*