আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মে || বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি সদর শহর জেলা কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা পাপিয়া দত্ত, শহর সদর জেলার সভাধিপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।