কৃষিজ জমিতে পোঁকার আক্রমন কমানোর জন্য ইয়েলো স্টিকি কার্ড দিলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মে || বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে শান্তিরবাজার পৌর পরিষদের ১৪নং ওয়ার্ডে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত কৃষকদের ভালোভাবে কৃষিজফসল উৎপাদনের জন্য কি কি করনীয় ও প্রয়োজন তা নিয়ে পরামর্শ প্রদান করে থাকেন। তত্বাবধায়ক সুজিত কুমার দাস কৃষকদের কম পরিশ্রমে ও কম অর্থ ব্যায় করে কিভাবে বেশি পরিমানে কৃজিষ ফসল ফলানো যায় তা নিয়ে প্রশিক্ষন প্রদান করেন। বর্তমান সময়ে মঙ্গলবার থেকে শান্তিরবাজার মহকুমায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বর্ষায় ঘরে বসে না থেকে মাঠে গিয়ে কৃষকদের পাশে দাঁডাচ্ছেন তত্বাবধায়ক সুজিত কুমার দাস। বর্ষাকে উপেক্ষা করে বুধবার শান্তিরবাজার পৌর পরিষদের ১৪নং ওয়ার্ডে গিয়ে কৃষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করেন। এই কর্মশালার মাধ্যমে উন্নতমানের প্রযুক্তিতে কিভাবে কৃষিজফসল উৎপাদন করা যায় তা নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। তত্বাবধায়ক সুজিত কুমার দাস শান্তিরবাজারে আসার পর পলিমালচিং পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছেন। এই পদ্বতিতে ১৪নং ওয়ার্ডের এক কৃষক লঙ্কার চাষ করছেন। এই পদ্বতিতে লঙ্কা চাষ করে কৃষকের ভালো পরিমানে লঙ্কার ফলন হয়েছে। এইনিয়ে কৃষক সকলের সামনে নিজ অভিজ্ঞতা তুলে ধরলেন এবং এই পদ্বতিতে চাষের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানালেন। তার পাশাপাশি বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে কৃষকদের কৃষিজ জমিতে পোঁকার আক্রমন কমানোর জন্য ইয়েলো স্টিকি কার্ডের ব্যবহার সম্পর্কে জানালেন ও কিছু সংখ্যক কৃষকদের কৃষি দপ্তরের উদ্দ্যোগে ইয়েলো স্টিকি কার্ড প্রদান করেন। অপরদিকে পৌর এলাকায় বসবাসকারী লোকজনদের স্বল্প পরিমানে নিজ বাড়িতে কৃষিজ ফসল উৎপাদনের জন্য কিছু উন্নতমানের ফ্লো ব্যাগ দেওয়া হয়। তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, এলাকার কৃষকরা জৈবিক পদ্বতিতে কৃষিজ ফসল উৎপাদন করেন তাই কৃষকদের থেকে দাবি উঠেছে এখানে ভার্মি কমোষ্টপিড দেওয়ার জন্য। সেক্ষেত্রে এলাকার কাউন্সিলারদের প্রতি আহব্বান জানান, যাতে করে কৃষকদের নাম সিলেকশান করে কৃষি দপ্তরের নিকট আবেদন করেন। এতে করে কৃষি দপ্তর থেকে কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। কৃষি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই কর্মশালায় উন্নতমানের প্রযুক্তিগুলি দেখে খুবই আপ্লুত এলাকার কৃষকরা। এইধরনের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসাতে সকলে কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*