আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মে || ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সদর এ এম সি কমিটির উদ্যোগে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌরোহিত্য করেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি রাজ্য কমিটির কনভেনার প্রদীপ চন্দ প্রমুখ।
জানা যায়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও খাদ্য সংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিন্তু মুখ্যমন্ত্রীর বিশেষ অনুষ্ঠান থাকায় এই অনুষ্ঠানে উনি ছিলেন অনুপস্থিত। পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরী বহিঃরাজ্যে থাকায় তিনিও ছিলেন অনুপস্থিত।