জনজাতি অংশের লোকজনদের সার্বিক উন্নয়নে মন্ত্রীর আলোচনাসভা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মে || মন্ত্রীর উপস্থিতিতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শান্তিরবাজার মহকুমার জনজাতি অংশের লোকজনদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত করে লোকজনের কাছে পৌঁছেদিতে কাজ করেযাচ্ছেন। এরইমধ্যে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বনভূমি সংরক্ষনে বিশেষ ভূমিকা নিয়েছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া যখন জানতে পারেন অন্যবিধানসভা থেকে লোকজনেরা এসে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বনভূমি ধ্বংস করে বাসস্থান নির্মান করছেন তখন তিনি সমগ্র এলাকা পরিদর্শন করেন ও অবৈধভাবে বাসস্থান নির্মানকারীদের বনভূমি ধ্বংস বন্ধ করার বিশেষ আহব্বান জানান। পরবর্তী সময় প্রসাশনের উদ্দ্যোগে মঙ্গলবার অবৈধভাবে নির্মানকরা বাসস্থানগুলি উচ্ছেদ করাহয়। এইনিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সকলের প্রতি বার্তা প্রেরন করেন যাতে করে সকলে বৈধ উপায়ে বাসস্থান নির্মান করেন। রাজ্য সরকার পাট্টা দিতে প্রস্তুত। বিগত দিনেও রাজ্যসরকারের উদ্দ্যোগে অনেক জায়গা পাট্টা দেওয়া হয়েছে। তাই অবৈধভাবে বনভূমি ধ্বংস নাকরে বৈধভাবে বাসস্থান নির্মানের জন্য পরামর্শ প্রদানকরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অপরদিকে মন্ত্রীর উপস্থিতিতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টাচার্য্যকে সঙ্গে নিয়ে এক আলোচনাসভায় মিলিত হন। এই আলোচনা সভার মূল লক্ষ্য মূমুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে জনজাতি অংশের লোকজনের আর্থিক বিকাশ করা। এই প্রকল্পে শান্তিরবাজার মহকুমায় বগাফা ব্লকে বসবাসকারী ৬০টি পরিবার ও জোলাইবাড়ী ব্লকে বসবাসকারী ৬০টি পরিবের মধ্যে জায়গা পাট্টা দেওয়াবহবে । জানা যায়, এই প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৪ কানি করে জায়গা পাট্টা দেওয়া হবে। সকলে আশাবাদী জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার এইধরনের উদ্দ্যোগে অধিকাংশ জনজাতি অংশের লোকজনেরা উপকৃত হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*