আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মে || টিবি মুক্ত ত্রিপুরা করতে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্বাস্থ্য মিশনের উদ্যোগে এক রাজ্যভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনা সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তিনি অনুপস্থিত থাকায় তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে বার্তা দেন।