আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আচকমাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের বাসভবনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কথা বলেন উনার সাথে। পাশাপাশি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।