আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || বড়লোকের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন বন্ধ করা সহ তিন দফা দাবী নিয়ে আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করে এসএফআই এবং টি এস ইউ। এদিন এই মিছিলট শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রাজধানীর মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে এসেছে শেষ হয়।