আপডেট প্রতিনিধি, দিল্লী, ২৬ মে || শারীরিক অসুস্থতা জনিত কারণে নয়াদিল্লীর এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার খোঁজখবর নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার আগরতলা থেকে একাধিক সরকারি কর্মসূচি নিয়ে দিল্লী পৌঁছান মুখ্যমন্ত্রী। এরপরই এইমসে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি৷
হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। এর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। এইমসে চিকিৎসাধীন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।