গোপাল সিং, খোয়াই, ২৬ মে || ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪’তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের কর্মসূচী ছিল খোয়াইয়ের পার্শ্বনাথ মুকুল ভবন প্রাঙ্গণে।কবির প্রতিকৃতিতে ফুলে ফুলে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, প্রাক্তন পুর পরিষদ কাউন্সিলর বণবীর দেববর্মা, নোটিফায়েড এরিয়া অথরিটির প্রাক্তন সদস্য আলয় রায় ও সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অতনু দত্ত সহ অন্যান্যরা।